দর্শনা অফিস: দর্শনা পারকৃষ্ণপুর ঈদগাহ মাঠে এক ভিন্নধর্মী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সাড়ে ৬টায় দর্শনা শরীরচর্চা দল ভোরের পাখি ও পারকৃষ্ণপুর গ্রামের প্রত্যয় সংগঠনের মধ্যে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ভোরের পাখি শরীরচর্চা দলে ছিলেন দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের,দর্শনা পৌর কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,ব্যাক ব্যাংকের ম্যানেজার আজিবর রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জুয়েল,সাংবাদিক আওয়াল হোসেন,সাবেক ছাত্র নেতা ইকবাল হোসেন,শৈলেন কুমার শান্তারা,মুন্সি আদুর রব,পুলিশ কনষ্টেবল আবু সাঈদ, আশরাফ আলী, নুর ইসলাম, কেরুজ শ্রমিক আবু সাঈদ হোসেন, কিবরিয়া আজম, রেজাউল ইসলাম ও আব্দুল করিম। প্রত্যয় যুব সংগঠনের পক্ষে ছিলেন ওর্য়াড মেম্বর খাইরুল বাশার, প্রত্যয় যুব সংগঠনের সভাপতি কিতাব আলী, সাধারণ সম্পাদক সাকিল হোসেন, ছাত্রলীগ নেতা মকলেছুর রহমান, ইকরামুল হোসেন, শরিফুল ইসলাম, নাহিদ জুয়েল, বিপ্লব, হৃদয়, সুমন। রেফারীর দায়িত্ব পালন করেন সাগর আহম্মেদ। আগামী শুক্রবার দর্শনা কলেজ মাঠে উভয় দলের মধ্যে এ খেলা পুনরায় অনুষ্ঠিত হবে বলে জান গেছে। শরীর মন সুস্থ্য রাখতে তাদের এই উদ্যোগ বলে জানিয়েছে আয়োজকেরা।