
দর্শনা অফিস: দর্শনা পরানপুর উন্নয়ন সমিতির উদ্যোগে হরিজন সম্প্রদায়ের শিশুদের প্রাক প্রাথমিক বা স্কুল গামী করে গড়ে তুলতে শিক্ষা কার্যক্রম শুরু করেছে। গত জানুয়ারী-২০১৬ থেকে দর্শনা মেথর পট্টিতে নিফ স্কুল নামে হরিজন সম্প্রদায়ের ২৫জন শিশুকে নিয়ে এ শিক্ষা কার্যক্রম শুরু হয়। সমাজের অবহেলিত এব শিশুদের বই, খাতা, শ্লেট, চক, ডাষ্টারসহ নানা উপকরণ বিনা মুল্যে প্রদান করা হয়েছে। হরিজন সম্প্রদায়ের ২৫জন শিশুদের স্কুল গামী করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে পরিচালক আশরাফুল আলম জানান। দর্শনা মেথর পট্টিতে প্রায় ৫৩টি হরিজন পরিবার বসবাস করছে। হরিজন সম্প্রদায়ের জনসংখ্যা রয়েছে ২৩০জন। এদের মধ্যে পুরুষ ৮৫জন এবং নারী সংখ্যা রয়েছে ৮৩ জন। এসব পরিবারের ১ থেকে ১০পর্যন্ত শিশু সংখ্যা রয়েছে ৬২জন। যাদের অনেকই শিক্ষার আলো থেকে বঞ্চিত রয়েছে। দর্শনা পরানপুর উন্নয়ন সমিতির উদ্যোগে প্রাক প্রাথমিক বা স্কুল গামী করে গড়ে তুলতে উদ্যোগ গ্রহন করায় অনেকই এ কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন।