দর্শনা দক্ষিনচাঁদপুর ইয়াংম্যান স্পোটিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

02 (2)_1

দর্শনা অফিস : দর্শনা দক্ষিনচাঁদ পুর ইয়াংম্যান স্পোটিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন হয়েছে। গতকাল বিকাল ৪টায় আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুটবল খেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু। ফুটবল খেলার উদ্বোধনী আনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান, দর্শনা কেরুজ শ্রমিক ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব, দর্শনা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম বাকু ও সাধারণ সম্পাদক এফ এ আলমগীর হোসেন, দক্ষিনচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সহসভাপতি আমির হোসেন, কাউন্সিলর রবিউল ইসলাম সুমন, আব্দুস ছাত্তার মাষ্টার, দক্ষিনচাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুল আলম, কেরু অবঃ শ্রমিক হুমায়ন কবির, আব্দুল বারী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে যে দল দুটি অংশ নেয় এরা হলেন ভগিরাতপুর চক্রবাগ সংঘ বনাম আন্দুল বাড়িয়া ক্রীড়া সংস্থা। এ খেলায় ভগিরাতপুর চক্রবাগ সংঘ আন্দুল বাড়িয়া ক্রীড়া সংস্থাকে ৩-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়।