দর্শনা দক্ষিণ চাঁদপুরের ষষ্ট শ্রেণীর ছাত্রী নিলিমা আত্মহত্যার ঘটনা: অবশেষে লম্পট বাবুর বিরুদ্ধে মামলা দায়ের!

দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণচাঁদপুরের রিফিউজি পাড়ার ষষ্ট শ্রেনীর ছাত্রী নিলিমা আতœহত্যার ঘটনায় অবশেষে লম্পট বাবুর বিরুদ্ধে মামলা হয়েছে। গত শনিবার সকালের দিকে নিলীমার পিতা জাহিদুল ইসলাম বাদি হয়ে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করেন। এ দিকে মামলার খবর শুনে লম্পট বাবু গা ঢাকা দিয়েছে বলে জানাগেছে। মামলা নং ১৩, তাং ৬/৮/১৬। উল্লেখ্য, দর্শনা হল্ট ষ্টেশনের পাশে রিফিউজি পাড়ার জাহিদুল ইসলামের ষষ্ট শ্রেনীর পড়–য়া কন্যা নিলিমা (১৩) গত ৩ আগষ্ট বেলা ২টার দিকে একা বাড়িতে বৃষ্টিতে ভিজে গোসল করছিলো। এ সময় তাকে একা পেয়ে একই পাড়ার বাসস্ট্যান্ড পাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে ইসরাফিল হোসেন বাবু (১৮) তাকে জোরপূর্বক জাপটে ধরে পাশে বাবুলর পরিত্যাক্ত ঘরে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। এসময় নিলিমা চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে লম্পট বাবু পালিযে যায়। এঘটনায় প্রভাবশালী বাবুর পরিবারের লোকজন নিলিমাদের বাড়িতে এসে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি ধামকি থাকে। এ লজ্জার ঘটনা সইতে না পেরে দৌড়ে ঘরে সিলিং ফ্যানের সাথে গলাই দড়ি দিয়ে আত্মহত্যা করে।