আরিফ হাসান, হিজলগাড়ী:
চুয়াডাঙ্গার হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সাইবার বিষয়টি সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দর্শনা থানা পুলিশের উদ্যোগে গতকাল বেলা ১১টায় অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাইবার বুলিংসহ তথ্য-প্রযুক্তির ভালো এবং খারাপ দিক সম্পর্কে নানা ধারণা দিয়ে বোঝানো হয়। হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপত্বিতে আয়োজিত কর্মশালা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর। এসময় ওসি লুৎফুল কবীর বলেন, শিক্ষার্থীদের যদি বিদ্যালয় থেকে সাইবার বুলিংসহ তথ্য-প্রযুক্তির ভালো এবং খারাপ দিক সম্পর্কে অবগত করা যায়, তবে তারা ভবিষ্যতে খুব সতর্কতার সাথে ইন্টারনেট ব্যবহার করতে অভ্যস্ত হয়ে উঠবে। আর সেই উদ্দেশ্যেই দর্শনা থানা পুলিশের আজকের এই আয়োজন।’

সাইবার বুলিংসহ তথ্য-প্রযুক্তির ভালো এবং খারাপ দিক সম্পর্কে শিক্ষার্থীদের সার্বিক ধারণা দেন দর্শনা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ও আইটিবিষয়ক এক্সপার্ট শামীম হাসান। হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলী হোসেন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা, ওয়াজেদ হোসেন, শাহানাজ পারভীন, সাজেদুর রহমান প্রমুখ।