
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গার দর্শনা থানার আকন্দবাড়ীয়া থেকে ৯ হাজার ৪ শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল শনিবার আকন্দবাড়ীয়ার একটি তেল পাম্পের সামনে বাসে তল্লাশি চালিয়ে এই ইয়াবা উদ্ধার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা বিওপি কমান্ডার সুবেদার মো. নওশের আলীর নেতৃত্বে একটি দল দর্শনা থানার আকন্দবাড়ীয়ার একটি তেল পাম্পের সামনে অবস্থান নেয়। তারা দুপুর ১২টার দিকে জীবননগর থেকে আসা সুগন্ধা পরিবহন নামের একটি বাসে তল্লাশি চালায়। এসময় বাসের সিটের ওপর থেকে একটি পলিথিনের ব্যাগ উদ্ধার করা হয়। পরে সেই ব্যাগের মধ্যে ৬টি প্লাস্টিকের ব্যাগ পাওয়া যায়। এ ব্যাগের কোনো মালিক না পাওয়া যাওয়ায় উপস্থিত লোকজনের সামনে খুলে ৯ হাজার ৪ শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।