নিজস্ব প্রতিবেদক:
দর্শনার জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে আরও ৬ জন বাংলাদেশি ভারত থেকে দেশে ফিরেছেন। তাঁদের কারো শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দর্শনার জয়নগর চেকপোস্ট দিয়ে এই ৬ জন দেশে প্রবেশ করেন। এর মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী। এনিয়ে গত ৫২ দিনে দর্শনা চেকপোস্ট দিয়ে মোট ১ হাজার ১৬৪ জন দেশে ফিরলেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান জানান, গতকাল সকাল থেকে বিকেল ছয়টা পর্যন্ত দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেছেন ৬ জন। চেকপোস্টে প্রবেশের পর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রত্যেকের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। অ্যান্টিজেন পরীক্ষায় কারো শরীরে করোনা শনাক্ত না হওয়ায় পর্যায়ক্রমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশের অভিবাসন শাখা (ইমিগ্রেশন) ও শুল্ক বিভাগের (কাস্টমস) আনুষ্ঠানিকতা শেষে তাঁদেরকে চুয়াডাঙ্গা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) কেন্দ্রে কোয়ারেন্টিনের জন্য নেওয়া হয়েছে। সেখানে তাদেরকে ১৪দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হবে। তিনি আরও জানান, ১৭ মে থেকে গতকাল পর্যন্ত দর্শনার জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন মোট ১ হাজার ১৬৪ জন বাংলাদেশি। এরমধ্যে মোট ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আক্রান্তদের সবাইকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখান থেকে প্রত্যেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।