গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় চালক নিহত

দর্শনা-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে কুকুর বাঁচাতে গিয়ে দুর্ঘটনা

 

দর্শনা অফিস:

দর্শনা-চুয়াডাঙ্গা সড়কে কুকুর বাঁচাতে গিয়ে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় চালক মুন্না ওরফে ভাগ্নে মুন্না (২৩) নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা হঠাৎ পাড়ার ওয়েভ ট্রেনিং কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। মুন্না ঝিনাইদহের হরিনাকণ্ডু উপজেলার লাল্টু মিয়ার ছেলে। মুন্না মামার বাড়ি দর্শনার হাজীপাড়ায় বসবাস করত।

জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা মাইক্রো স্ট্যান্ড থেকে মুন্না প্রাইভেটকার নিয়ে দামুড়হুদার দিকে যাচ্ছিল। তিনি  দর্শনা হঠাৎ পাড়ার ওয়েব ট্রেনিং কমপ্লেক্সের সামনে পৌঁছালে সড়কের ওপরে একটি কুকুর চলে আসে। তিনি কুকুরটিকে বাঁচাতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় সড়কের পাশে থাকা একটি নিম গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে দর্শনা মা ও শিশু হাসপাতালে নেয়। এরপর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জুবাইদা জামান জয়া পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা পৌনে ২টার সময় তাকে মৃত ঘোষণা করেন। লাশ বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে দর্শনার হাজীপাড়ায় তার মামার বাড়িতে নেওয়া হয়। বাদ মাগরিব দর্শনা মাইক্রো স্টান্ড এলাকায় প্রথম জানাজা ও হরিনাকুণ্ডু উপজেলার নিজ গ্রামের দ্বিতীয় জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এদিকে খবর পেয়ে দর্শনা থানা-পুলিশ ও দর্শনা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।