দর্শনা অফিস: দর্শনা কেরু চিনিকলকে বাচাঁতে ২০১৬-২০১৭ মৌসুমে ব্যাপক হারে আখ চাষ বৃদ্ধি করতে কেরু ব্যবস্থাপনা পরিচালক এবিএম আরশাদ হোসেন এলাকার কৃষকদের দ্বারে দ্বারে। গতকাল দুপুরের পর থেকে দর্শনা কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এবিএম আরশাদ হোসেন প্রশাসন বিভাগের সহ-ব্যবস্থাপনা আকুল হোসেন, কৃষি মহা-ব্যবস্থাপক এসএম আলাউদ্দীন, সম্প্রসারণ বিভাগের এডিএম সাহাজ্জাদ আলী ও পশ্চিমের সাবজোন প্রধান হজরত আলীসহ একটি টিম নিয়ে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর, শ্যামপুর, জয়নগর ও পরানপুর গ্রামের বিভিন্নস্থানে আখ চাষীদের সাথে ৬টি উঠান বৈঠক করেন। উঠান বৈঠকে ব্যবস্থাপনা পরিচালক এবিএম আরশাদ হোসেন বলেন, এ মিল আপনাদের, তাই মিলকে বাচাঁতে আপনাদেরকে বেশী বেশী আখ চাষ বৃদ্ধি করতে হবে। উন্নত আখ চাষ করে ফলন বাড়াতে হবে। তাহলে হয়তো কেরু মিলটি বেঁেচ থাকবে। আমি থাকবো না। কিন্তু মিল থাকবে। সে কারণে এ মিলকে বাঁচাতে অন্যান্য সাথী ফসলের সাথে আখ চাষ করে লাভবান হতে পারেন। এতে করে আপনি বছরে দুইটি ফসল পাবেন এবং পাশাপাশি মিলটি বেচেঁ থাকবে। সর্বশেষ আবারও সকলের প্রতি আখ চাষ বৃদ্ধি করার প্রতি আহবান জানান।