দর্শনা অফিস:
‘আজকের কোমলমতি শিশুরায় আগামীতে দেশের ভবিষ্যৎ’ স্লোগানে দর্শনায় অঙ্কুর আদর্শ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় দিকে দর্শনার অঙ্কুর আদর্শ বিদ্যালয় প্রাঙ্গনে এই অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি থেকে আলোচনা করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান মন্জু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিদ্যালয়টির প্রতিষ্ঠালগ্ন থেকে আমি বিদ্যালয়টির সঙ্গে জড়িত রয়েছি। দর্শনার প্রাণকেন্দ্রে কোমলমতি শিশুদের মানসম্মত শিক্ষাদানের জন্য অত্র বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে করোনাকালীন সময় থেকে বিদ্যালয়টি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিষ্ঠানটি বাঁচিয়ে রাখতে সরকারের বিভিন্ন অনুদান ও অভিভাবকদের সহযোগিতা একান্ত প্রয়োজন’। তিনি আরও বলেন, ‘আমাদের সন্তানরা যেন একা একা বেড়ে না ওঠে। তারা যেন মানুষের সংস্পর্শ পেয়ে বেড়ে ওঠে। তাহলেই তাদের বিবেক জাগ্রত হবে। সামাজিকতা ও নৈতিকতা নিয়ে যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠবে। আমাদের সন্তানদের মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তুলতে হবে। সকলকে মনে রাখতে হবে আজকে যে শিশুগুলি আমাদের সামনে রয়েছে, আগামীতে এরাই একেকজন দেশের কর্ণধর হয়ে দেশ পরিচালনা করবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজুর রহমানরসহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
