দর্শনা অফিস:
দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ শ বোতল ফেনসিডিলসহ উজ্জ্বল (৩০) ও শামিম (২৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তাঁদের বাড়ি দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের মাঝপাড়ায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমানের নেতৃত্বে রোববার সকাল পৌনে ৮টার দিকে থানার এসআই সাইফুল ইসলাম ও এএসআই মহিউদ্দিন ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন নাস্তিপুর গ্রামে। এসময় নাস্তিপুর গ্রামস্থ গালার মাঠের রাহেদের সেগুন বাগানের সামনে থেকে ৩ শ বোতল ফেনসিডিলসহ উজ্জ্বল ও শামিম নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটক উজ্জ্বল (৩০) দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের মাঝপাড়ার আবুল ফজলের ছেলে ও শামিম (২৭) একই এলাকার বদর উদ্দীনের ছেলে। আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
