সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে ২৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহের র্যাব-৬। গতকাল বিকেল ৩টার দিকে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা শহরের অদূরে অবস্থিত মা ও শিশু জেনারেল হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে এবং দর্শনা থানার অন্তর্গত মাথাভাঙ্গা রামনগর গ্রামের মৃত গাউসুলের ছেলে মো. রুস্তম আলীকে (৪৫) ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। এসময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড উদ্ধার করে র্যাব। উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত রুস্তমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দর্শনা থানায় হস্তান্তর করেছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৬ জানাই।