চুয়াডাঙ্গা শনিবার , ৫ জুন ২০২১

দর্শনায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা বুলেট আহত

সমীকরণ প্রতিবেদন
জুন ৫, ২০২১ ৯:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
দর্শনায় মোটরসাইকলে ও পাখিভ্যানের সংঘর্ষে পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেট গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় দর্শনা শ্যামপুর জোড়া বটতলায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা বুলেটকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত বুলেট দর্শনা পরাণপুর গ্রামের মৃত আব্দুল ওহাব মণ্ডলের ছেলে।
জানা যায়, গতকাল সন্ধ্যায় নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে শ্যামপুর জোড়া বটতলায় যাচ্ছিলেন বিএনপি নেতা বুলেট। বটতলায় পেঁৗঁছালে সামনে থেকে আসা একটি পাখিভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে গুরুতর জখম হন বুলেট। এসময় স্থানীয় ব্যক্তিরা দ্রুত তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস বলেন, ‘সন্ধার দিকে স্থানীয় ব্যক্তিরা সড়ক দুর্ঘটনায় আহত রোগীকে জরুরি বিভাগে নেয়। রোগীর পায়ে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। জরুরি বিভাগ থেকে তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।