প্রতিবেদক, দর্শনা:
দর্শনা বাসস্ট্যান্ডে বাসে যাত্রী তোলাকে কেন্দ্র করে সিএনজি চালকদের হামলায় বাস সুপার ভাইজার রক্তাক্ত জখম হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় এই ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে মোটরশ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে দর্শনা-যশোর সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ রাখা হয়। এ সময় কয়েক ঘণ্টা ধরে ঐ সড়কে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।
দর্শনা থানার সেকেন্ড অফিসার এসআই জাকির হোসেন জানান, ‘শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা যশোরগামী সুগন্ধা পরিবহন (ঢাকা মেট্রো জ-১১-০০৫২) দর্শনা সিএনজি স্ট্যান্ডের কাছ থেকে এক যাত্রীকে বাসে তোলে। সাথে সাথে সিএনজি চালকেরা ক্ষিপ্ত হয়ে বাসের সুপারভাইজার সিজার হোসেনের হামলা চালিয়ে তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও সড়কে যান চলাচল স্বাভাবিক করে।’ তবে গতকাল শনিবার দুপুরেই দর্শনা থানায় দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি। এবিষয়ে চুয়াডাঙ্গা জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রিপন মোল্লাহ জানান, এ ঘটনার প্রতিবাদে ঐ সড়কে চুয়াডাঙ্গা জেলার বাস দুঘন্টা বন্ধ রাখা হয়েছিল। প্রয়োজনে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
