ইপেপার । আজ সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

দর্শনায় শ্বশুর বাড়ীতে গৃহবধু র্নিযাতন শিকার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অগাস্ট ২০১৮
  • / ২৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আজিমপুরপাড়ায় শ্বশুর বাড়িতে এক গৃহবধু নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। নির্যাতিতা গৃহবধু দামুড়হুদা উপজেলার দর্শনা আজিমপুরপাড়ার আকবর আলী ডলারের স্ত্রী সালমা আক্তার (২৩) ও দর্শনা মোবারক পাড়ার সওকত আলীর মেয়ে। গত ২৫ তারিখ দিবাগত রাত ১১ টার দিকে দর্শনা আজিমপুরপাড়ায় শ্বশুর বাড়িতে নির্যাতনের এ ঘটনা ঘটে।
জানা যায, সালমা আক্তার তার স্বামী ডলারের সাথে দর্শনাতে মোবারকপাড়াতে ভাড়া থাকে। তবে কিছুদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য হলে ডলার তার নিজ বাড়িতে চলে যায়। এদিকে ডলারের মা আইশা বেগম সালমা আক্তারকে পছন্দ করতেন না। যে কারনে ডলার তার স্ত্রীকে তালাক দিতে চাই।
গত ২৫ তারিখ সালমা আক্তার তার অধিকার নিয়ে শ্বশুর বাড়িতে গেলে রাত ১১টার দিকে শ্বাশুড়ি ননদের সাথে তার বাকবিতন্ডা বাধে। শ্বশুর বাড়ির লোকজন সালমাকে স্বেচ্ছায় ডলারকে তালাক দিতে বলে। সালমা তার প্রতিবাদ করায় সালমার স্বামী ডলার, শ্বাশুড়ি আইশা বেগম ও দুই ননদ শিমা ও মনু মিলে সালমাকে বেধরক মারপিট করে বলে জানায় সালমা।
এদিকে ঐ রাতেই সালমা গুরুতর আহত অবস্থায় বাপের বাড়িতে চলে আসে। পরেরে দিন তথা গতকাল সকালে সালমার পরিবারের সদস্যরা সালমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ খবর লেখা পর্যন্ত সালমার পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছিল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনায় শ্বশুর বাড়ীতে গৃহবধু র্নিযাতন শিকার

আপলোড টাইম : ০৯:৩১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অগাস্ট ২০১৮

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আজিমপুরপাড়ায় শ্বশুর বাড়িতে এক গৃহবধু নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। নির্যাতিতা গৃহবধু দামুড়হুদা উপজেলার দর্শনা আজিমপুরপাড়ার আকবর আলী ডলারের স্ত্রী সালমা আক্তার (২৩) ও দর্শনা মোবারক পাড়ার সওকত আলীর মেয়ে। গত ২৫ তারিখ দিবাগত রাত ১১ টার দিকে দর্শনা আজিমপুরপাড়ায় শ্বশুর বাড়িতে নির্যাতনের এ ঘটনা ঘটে।
জানা যায, সালমা আক্তার তার স্বামী ডলারের সাথে দর্শনাতে মোবারকপাড়াতে ভাড়া থাকে। তবে কিছুদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য হলে ডলার তার নিজ বাড়িতে চলে যায়। এদিকে ডলারের মা আইশা বেগম সালমা আক্তারকে পছন্দ করতেন না। যে কারনে ডলার তার স্ত্রীকে তালাক দিতে চাই।
গত ২৫ তারিখ সালমা আক্তার তার অধিকার নিয়ে শ্বশুর বাড়িতে গেলে রাত ১১টার দিকে শ্বাশুড়ি ননদের সাথে তার বাকবিতন্ডা বাধে। শ্বশুর বাড়ির লোকজন সালমাকে স্বেচ্ছায় ডলারকে তালাক দিতে বলে। সালমা তার প্রতিবাদ করায় সালমার স্বামী ডলার, শ্বাশুড়ি আইশা বেগম ও দুই ননদ শিমা ও মনু মিলে সালমাকে বেধরক মারপিট করে বলে জানায় সালমা।
এদিকে ঐ রাতেই সালমা গুরুতর আহত অবস্থায় বাপের বাড়িতে চলে আসে। পরেরে দিন তথা গতকাল সকালে সালমার পরিবারের সদস্যরা সালমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ খবর লেখা পর্যন্ত সালমার পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছিল।