চুয়াডাঙ্গা শনিবার , ১০ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

দর্শনায় লকডাউন বাস্তবায়নে পাঁচজনকে কারাদণ্ড প্রদান

সমীকরণ প্রতিবেদন
জুলাই ১০, ২০২১ ৮:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

দর্শনা অফিস:
দর্শনায় লকডাউন বাস্তবায়নে প্রশাসন ও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন, কুড়ুলগাছি ইউনিয়নসহ দর্শনা পৌর এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়। এসময় সরকারি বিধি-নিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খুলে রেখে ব্যবসা পরিচালনার অপরাধে পাঁচজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামান।
এসময় লকডাউন সফলের লক্ষে অভিযান পরিচালনার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে জণসাধারণের মধ্যে সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করে দর্শনা থানা পুলিশের একটি দল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।