দর্শনায় মাদক সম্রাজ্ঞী আকলিমার হামলায় সোহেল আহত
- আপলোড টাইম : ০৮:৫১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮
- / ৩৯৪ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: দর্শনায় মাদক সম্রাজ্ঞী আকলিমা ওরফে খাতুনের লাঠিয়াল বাহিনীর অতর্কিত হামলায় চা-দোকানী সোহেল (২৫) গুরুতর আহত হয়েছে। সোহেল আজমপুরের জুল হোসেনের ছেলে। গতকাল বেলা সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজমপুরবাসী মাদক সম্রাট খাতুনের শাস্তির দাবীতে ফুসে উঠেছে। অবশেষে এ ব্যাপারে খাতনসহ তার লাঠিয়ান বাহিনীর বিরুদ্ধে দর্শনা তদন্তকেন্দ্রে একটি অভিযোগ হয়েছে।জানা গেছে, দর্শনা আজমপুর মাঠপাড়ার সোহাগের স্ত্রী মাদক সম্রাজ্ঞী আকলিমা ওরফে খাতুন তার লাঠিয়ান বাহিনী নিয়ে গতকাল বেলা সাড়ে ৪টার দিকে আজমপুরের ট্যাপার বাড়িতে কেউ না থাকায় হানা দেয়। এসময় মহল্লাবাসীসহ ট্যাপার পরিবারের লেকজন বাঁধা দিলে খাতুন তার হাতে থাকা লোহার তালা ছুড়ে মারে সোহেলের দিকে। এতে সোহেলের মাথায় লাগায় গুরুতর আহত হয়। অবস্থা বেগতিক দেখে মাদক সম্রাজ্ঞী খাতুনসহ লাঠিয়ান বাহিনী পালিয়ে যায়। পরে আজমপুরবাসী মাদক সম্রাজ্ঞী খাতুনের শাস্তির দাবীতে ফুসে ওঠে। এ ব্যাপারে মাদক সম্রাজ্ঞী খাতুনসহ তার লাঠিয়ান বাহিনীর বিরুদ্ধে দর্শনা তদন্তকেন্দ্রে একটি অভিযোগ হয়েছে। আজ দামুড়হুদা থানায় মামলা হতে পারে বলে জানা গেছে। এ ব্যাপারে দামুড়হুদা থানার ওসি (তদন্ত) ইমদাদ হোসেন ঘটনা সত্যতা নিশ্চত করেছেন।