দর্শনা অফিস:
দর্শনা পুলিশের মাদকবিরোধী অভিযানে আকন্দবাড়িয়া গ্রামের তামালতলাপাড়া থেকে ২৪ বোতল ফেনসিডিল ক্রয়-বিক্রয়কালে দুই নারীসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন দর্শনা থানার আকন্দবাড়ীয়া গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে মখলেছুর রহমান (৪০), মখলেছুর রহমানের স্ত্রী সালমা খাতুন (৩২), একই এলাকার আবুল কালামের স্ত্রী মাছুরা খাতুন (৩৯)। গতকাল বিকেল পাঁচটার দিকে এ অভিযান পরিচালনা করে দর্শনা থানা-পুলিশ। আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ সোমবার আদালতে সোপার্দ করা হবে। দর্শনা থানার ওসি মাহাবুবুর রহমান কাজলের নেতৃত্বে এসআই মাজহারুল ইসলাম ও এএসআই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।