দর্শনা অফিস:
দর্শনা কেরু ডিস্টিলারি বিভাগের শ্রমিক ইছাহক আলীর বিরুদ্ধে মদ চুরি চেষ্টার অভিযোগের ঘটনায় কৈফত তলব করেছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার নিরাপত্তা বিভাগের সংশ্লিষ্ট বিভাগে দায়িক্তরত নিরাপত্তাকর্মী কলিমুদ্দিনের স্বাক্ষরিত লিখিত অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করে। নিরাপত্তা বিভাগের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কেরু ডিস্টিলারি বিভাগের ফরেন লিকার শাখার (মেট) ইছাহক আলী শরীরের গোপন স্থানে অভিনব কৌশলে লুকিয়ে মদ নিয়ে যাওয়ার সময় কর্তব্যরত নিরাপত্তাকর্মী কলিমুদ্দিনের সন্দেহ হলে সংশ্লিষ্ট শাখার গেটে ইছাহক আলীর শরীর তল্লাশি শুরু করেন। পরে নিরাপত্তা কর্মী ইছাহক আলীর শরীরের গোপন স্থানে লুকিয়ে রাখা মদের বোতল দেখে ফেলেন। এ সময় ইছাহক আলীকে বাধা দিলে তিনি নিরাপত্তা কর্মীকে ধাক্কা দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে নিরাপত্তা কর্মী কলিমুদ্দিন প্রধান গেটের নিরাপত্তা কর্মীকে মোবাইল ফোনে বিষয়টি অবহিত করলে, ইছাহক আলী বুঝতে পেরে আরেকটি পণ্য গোডাউনের ভেতরে ঢুকে পড়ে এবং মদের বোতল গোডাউনের অভ্যন্তরে লুকিয়ে ফেলে। এ ঘটনায় নিরাপত্তা বিভাগ গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কলিমুদ্দিনের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দাখিল করে কর্তৃপক্ষের নিকট। লিখিত অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষ উক্ত ঘটনা একটি শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে, আইন অনুযায়ী সাত দিনের সময় বেধে দিয়ে কেন তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার সুষ্ঠু জবাব চেয়ে অফিসিয়াল নিয়মে কৈফত তলব করেছে।