দর্শনায় মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান
- আপলোড টাইম : ১১:২৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুলাই ২০১৮
- / ৩২৬ বার পড়া হয়েছে
মাদক ও চোরাচালানরোধে সকলের সহযোগীতা কামনা
দর্শনা অফিস: দর্শনায় বিজিবি-৬ কর্তৃক আয়োজিত গবাদিপশু চোরাচালান দমন এবং সীমান্তের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকাল ৪টার দিকে দর্শনা ডাকবাংলা কাম কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান। এসময় তিনি বলেন, সীমান্তে গবাদিপশু চোরাচালান ও মাদক দমনে বিজিবি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ জন্য সীমান্তবর্তী এলাকার সকল মানুষের সহযোগীতা প্রয়োজন। চোরাচালানী ও মাদক বন্ধে আপনারা আমাদেরকে সহযোগীতা করলে আমরা এলাকা থেকে মাদক ও চোরাচালান নির্মূল করতে সক্ষম হবো। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ইউনুচ আলী, পারকৃষ্ণপুর-মদনা ইউপি সদস্য শহিদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিজিবি সদস্য আকবার আলী।