দর্শনা অফিস:
দর্শনায় সরকারী বিধি-নিষেধ অমান্য করে অপ্রয়োজনে ঘরের বাইরে ঘোরা ফেরা করার অপরাধে কয়েকজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে দর্শনা বাসস্ট্যান্ড চত্বরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিক-উজ জামান। এসময় ৪ জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিক-উজ জামান জনসাধারণকে সচেতন করাসহ বিনা প্রয়োজনে ঘরের বাহিরে না আসা ও নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করার বিশেষ অনুরোধ জানান। অভিযান পরিচালনায় সহযোগীতা করেন, দর্শনা থানার এসআই আলমঙ্গীর, এএসআই মামুন ও আনোয়ার হোসেনসহ সঙ্গীয় সদস্যরা।
এছাড়াও লকডাউন চলাকালীন আইন অমান্য করায় ও স্বাস্থ্য বিধি না মানার কারণে গতকাল দিনব্যাপী মোবাইল কোর্টের মাধ্যমে দর্শনায় ৯ টি মামলায় ১৩ জনকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।