
দর্শনা অফিস: দর্শনা ইউনাইটেড ফার্মেসীর গলি থেকে গতকাল সকাল ৯টা ৪২ মিনিটের সময় সবার চোখ ফাঁকি ব্র্যাক ব্যাংক ম্যানেজারের একটি মোটর-সাইকেল চুরি হয়ে গেছে। ব্র্যাক ব্যাংকের ম্যানেজার আজিবার রহমান জানায়, আমি হিরোহুন্ডা ঢাকা-মেট্রো-হ-২৭-৮৩১৫ নং ১০০ সিসি মোটর-সাইকেল ইউনাইটেড ফার্মেসীর গলিতে প্রতিদিনের মত রেখে দুতালায় ব্র্যাক ব্যাংকে কর্মস্থলে টেবিলে বসে কাজ করছিলাম। কিছুক্ষন পর নিচে এসে দেখী মোটর সাইকেলটি নেই। অনেক খুজাখুজির পর মোটরসাইকেলটি পাওয়া যায়নি। তবে ইউনাইটেড ফার্মেসীর সিসি ক্যামেরা থেকে ফুটেজ নিয়ে দেখা যায় একজন ৩০/৩৫ বছরের যুবক গলিতে ঢুকে ৩/৪ মিনিট পর মুখে আকাশি রং এর মুখোশ লাগিয়ে মোটরসাইকেলটি চালিয়ে চলে যায়। তার গায়ে ফুল হাতা শার্ট ছিলো। শার্টের নিচের দিক থেকে লালচে হয়ে উপরের দিক ফুটকা ফুটকি সাদা পরনে খয়েরি প্যান্ট পরা ছিলো। তবে বেগমপুরের একজন খয়েরি শার্ট পরনে কালো প্যান্ট পরা একজনকে মোটরসাইকেল চোরকে সহযোগিতা করতে দেখা গেছে।