চুয়াডাঙ্গা মঙ্গলবার , ২২ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

দর্শনায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিউজ রুমঃ
নভেম্বর ২২, ২০২২ ১০:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

দর্শনা অফিস: দামুড়হুদার দর্শনায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বিশ্বাসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। নিহত বীর মুক্তিযোদ্ধা দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামের মাঝপাড়ার মৃত আজিম হোসেন বিশ্বাসের ছেলে। গতকাল সোমবার বাদ আসর দর্শনার মদনা গ্রামের বাজার মাঠ প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বিশ্বাসকে গার্ড অব অনার জানান, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা বেগম ও দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম লুৎফুল কবীর। এসময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলীসহ স্থানীয় মুক্তিযোদ্ধা বৃন্দ। জানাজা শেষে গ্রামের কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার দাফনকার্য সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, গতকাল বেলা ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাড়ি ইন্তেকাল করেন বীর সন্তান মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বিশ্বাস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো (৭৫) বছর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।