দর্শনা অফিস:
দর্শনা থানাা পুলিশ পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়েছে। এ অভিযানে ফেনসিডিল ও মদ উদ্ধার করাসহ আটক করা হয়েছে চার মাদক ব্যবসায়ীকে। গতকাল শনিবার পৃথক সময়ে এসব অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজলের নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিত্বে গতকাল শনিবার বেলা তিনটার দিকে দর্শনা থানার এসআই সুমন্ত বিশ্বাস, এএসআই আনোয়ারুল হক, এএসআই সিদ্দিক ও এএসআই নাসরিন ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন প্রতাপুর গ্রামে। এসময় গ্রামের পশ্চিমপাড়ার জনৈক আ.মজিদের বসত বাড়ির সন্নিকটে পাকা রাস্তার ওপর হতে ২৩ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঁঝাডাঙ্গা গ্রামের মাঝপাড়ার শামসুল আলমের ছেলে আলোচিত মাদক ব্যবসায়ী শাহিন আলম ওরফে মিয়া (৪০) ও তাঁর স্ত্রী এ্যামিলী খাতুনকে (৩৫) আটক করেন।
অপর দিকে, একই দিন বেলা পৌনে ১২টার দিকে দর্শনা থানার এসআই নাজিম উদ্দিন ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন আকন্দবাড়িয়া কেরুজ জৈব সার কারখানার সামনে দর্শনা-জীবননগর সড়কে। এসময় ২ লিটার চোলাই মদসহ আটক করা হয় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঢাকালীপাড়ার ষষ্টি দাসের ছেলে স্বপন দাস (২২) ও বেজপাড়ার তাহের মণ্ডলের ছেলে মিজানুর রহমানকে (২৭)। আটক আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদক আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।
