নিজস্ব প্রতিবেদক: দর্শনার আলোচিত নারী মাদক ব্যবসায়ী মাসুরা খাতুনকে (৪০) আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে দর্শনার আকন্দবাড়িয়া গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে ২ বোতল ফেনসিডিলসহ তাঁকে আটক করা হয়। আটককৃত মাসুরা খাতুন আকন্দবাড়িয়া তমালতলার আবুল কালামের মেয়ে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান ফোর্স নিয়ে মাসুরা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। মাসুরা খাতুনের স্বীকারোক্তিতে তাঁর ঘরে তল্লাশি চালিয়ে ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। নিয়মিত মামলাসহ তাঁকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।