দর্শনায় ফেনসিডিলসহ আলমডাঙ্গার নদী আটক
- আপলোড টাইম : ০৯:৩০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮
- / ৩৩০ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: দর্শনা হল্ট স্টেশনে মাদক বিরোধী অভিযান চালিয়ে আলমডাঙ্গার আলোচিত মহিলা পকেটমার নদীকে ৪ বোতল ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা হল্ট স্টেশনের প্লাটফর্মের উপর থেকে তাকে ফেনসিডিলসহ আটক করে। আটককৃতকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করেছে। সে আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের ইসমাইল হোসেনের স্বামী পরিত্যাক্তা কন্যা। পুলিশ জানায়, গতকাল বুধবার সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ি আন্ত:নগর এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা হল্ট স্টেশনে অবস্থান করে। এসময় দর্শনা হল্ট স্টেশনের টাওয়ার পাড়া সংলগ্ন স্টেশনে প্লাটফর্মে আগে থেকে অপেক্ষামান আলোচিত মহিলা পকেটমার আসমা খাতুন ওরফে নদীকে (২৫) সন্দেহ হলে ট্রেনে উঠার সময় ৪ বোতল ফেনসিডিলসহ আটক করে দর্শনা হল্ট স্টেশন জিআরপি পুলিশ। আটককৃত নদীর কাছে থাকা ওই ভ্যানিটি ব্যাগ থেকে ফেন্সিডিলসহ নগদ ৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। পরে আটককৃত আসামী নদীর বিরুদ্ধে পোড়াদহ রেলওয়ে জিআরপি থানায় মাদক আইনে মামলা দায়ের করে তাকে দুপুরে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করে।