দর্শনায় পৌর প্রবীণ সামাজিক কেন্দ্রে টেলিভিশন প্রদানকালে এমপি টগর
- আপলোড টাইম : ০৯:৩৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮
- / ৪৪৯ বার পড়া হয়েছে
প্রবীণদের মন ও শরীর সুস্থ রাখতে বিনোদন প্রয়োজন
দর্শনা অফিস: দর্শনা পৌর প্রবীণ সামাজিক কেন্দ্রের সদস্যদের বিনোদনের জন্য একটি এলইডি টেলিভিশন প্রদান করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এমপির নিজ বাসভবনে পৌর প্রবীণ সামাজিক কেন্দ্রের সদস্যদের হাতে পুরাতন বাজার পৌর মার্কেটের অফিসের জন্য এ এলইডি টেলিভিশন প্রদান করা হয়। এসময় প্রবীণদের উদ্দেশ্যে এমপি টগর বলেন, যখন একটি মানুষ প্রবীণ হয় তখন তিনি নানা রকম দুশ্চিন্তায় ভোগে। তাই প্রত্যেক প্রবীণের চিন্তামুক্ত থাকতে মন ও শরীরকে সুস্থ রাখার জন্য কিছু সময় বিনোদনের প্রয়োজন। তাছাড়া দেশ উন্নয়নের সাথে সাথে সরকারের উন্নত চিন্তা চেতনায় আজ আমাদের দেশের অসচ্ছল প্রবীণরা নানা ধরনের সরকারী সুবিধা ভোগ করছে। এছাড়া বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থাগুলো সরকারকে ব্যাপকভাবে সহযোগিতা করে আসছে। তার মধ্যে ওয়েভ ফাউন্ডেশন অন্যতম। এসময় তিনি ওয়েভ ফাউন্ডেশনের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং আগামীতে পৌর প্রবীণ সামাজিক কেন্দ্রের সকল কার্যক্রমে তার সহযোগীতা থাকবে বলে আশ্বস্ত করেন। এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর প্রবীণ সামাজিক কেন্দ্রের সভাপতি দর্শনা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক হাজী আকমত আলী, দক্ষিণ চাঁদপুর প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আ. ছাত্তার, কাওছার আলী শাহ, আ. জব্বার, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, কাউন্সিলর চান্দু মাস্টার, পৌর প্রবীণ সামাজিক কেন্দ্রের ৯টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল সদস্য।