
দর্শনা অফিস: দর্শনায় পুলিশের র্সোস আব্দূল লতিফ গলাই দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারিক সুত্রে জানা গেছে,গতকাল রাত ১০টার দিকে পরানপুর মাঠ পাড়ার আব্দুল লতিফ বাজার থেকে বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে তার ছেলের সাথে ঘুমাতে যায়। এরপর রাত আনুমানিক একটার দিকে বুকের ব্যাথা সহ্য করতে না পেরে সে ঘরের আড়ার সাথে দঁড়ি দিয়ে ঝুলতে থাকে। এসময় বাড়ির লোকজন টের পেয়ে তাকে নামিয়ে ফেলে এবং কিছুক্ষণ তাকে হাটাহাটি করানোর ভোর রাতের দিকে সে মারা যায়। এরপর বাদ আছর দর্শনা মোবারক পাড়া গোর স্থানে তার দাফন সর্ম্পূন হয়।