শিরোনাম:
দর্শনায় পরিত্যাক্ত অবস্থায় ১৫৬ বোতল ফেন্সিডিল উদ্ধার
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৯:০০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮
- / ৩৫৭ বার পড়া হয়েছে
দর্শনা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এসমস্ত ফেন্সিডিল উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মেজবা-হুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি গতকাল ভোর সাড়ে ৪টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালাই দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামে। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশের অবস্থান টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পরে ওই গ্রামের একটি গবর সারের গর্তের পাশে তল্লাশি করে পরিত্যাক্ত অবস্থায় ১৫৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ অভিযানে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
ট্যাগ :