দর্শনায় নিয়মনীতি না মেনে রুস্তম আলী মার্কেটের দ্বিতীয় তলায় ভবন নির্মান কাজ চলছে

দর্শনা অফিস: দর্শনায় নিয়মনীতি না মেনে রুস্তম আলী মার্কেটের দ্বিতীয় তলায় ভবন নির্মান কাজ চলছে। শহরের মধ্যে মার্কেটের নিচে প্রতিনিয়ত ক্রেতা-বিক্রেতা, নারী-পুরুষ ও শিশুসহ নানা বয়সের মানুষ চলাচল করছে। ভবনের দ্বিতীয় তলায় ইট, কাঠ, বাঁশসহ নানা ধরণের নির্মান সামগ্রী অনিরাপত্তায় ব্যবহার করা হচ্ছে। উপর থেকে ইট, বাঁশ, বালি, খোয়া নিচে পড়ে যে কোন ধরণের দুর্ঘটনা ঘটছে। গত বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপরে মিস্ত্রীরা কাজ করার সময় বাঁশ পড়ে দক্ষিন চাঁদপুর গ্রামের সোহেল নামে এক যুবকের হাত ভেঙ্গে যায়। জনবহুল শহরের মধ্যে নিরাপত্তার ব্যবস্থা না করে এ ধরণের নির্মান কাজ করা চরম অপরাধ বলে একজন প্রকৌশলী জানান। এ ভবন নির্মানকারী মালিকের বিরুদ্ধে   পৌর প্রশাসনের ব্যবস্থা গ্রহন করার জন্য স্থানীয় সচেতন মহল মনে করছেন।