ইপেপার । আজ রবিবার, ০৩ নভেম্বর ২০২৪

দর্শনায় দ্রুতগামী আলমসাধুর সংঘর্ষে আহত ৪

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:৫৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০১৬
  • / ৩৮২ বার পড়া হয়েছে

SAM_3165 SAM_3163 SAM_3162দর্শনা অফিস: দর্শনা রেল গেটের কাছে দাড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের সাথে দ্রুতগামী আলমসাধুর সংঘর্ষে ৪জন আহত হয়েছে। গতকাল রাত ৮টার দিকে দর্শনা রেল গেটেরে নিকট একমি ঔষধ কোম্পানীর ঢাকা মেট্রো (অ-১১-২৪০৪) কার্ভাড ভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে ঔষধ নামানোর জন্য পিছনের ডালা খুললে ওই পথ দিয়ে দ্রুতগতিতে আসা একটি আলমসাধু আকস্মিক ভ্যানের ডালায় ধাক্কা মারে। এসময় আলমসাধুর ড্রাইভার ও যাত্রীসহ ৪জন আহত হয়। এরা হলেন আলমসাধুর ড্রাইভার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের জিরাটের হকার ছেলে আব্বাছ আলী (৪০), আলমসাধুর যাত্রী একই গ্রামের চাঁদ আলীর ছেলে  শান্ত (২০), বরকত আলীর ছেলে নজরুল ইসলাম (৩০) ও রমজানের ছেলে তরিকুল ইসলাম (২২)। এদের মধ্যে শান্ত’র অবস্থা আশঙ্কাজনক। তার ডান হাতের ৪টি আঙ্গুল কেটে পড়ে গেছে। আহতদের মধ্যে আলমসাধুর ড্রাইভার হকার ছেলে আব্বাছ আলী এবং আলমসাধুর যাত্রী একই গ্রামের চাঁদ আলীর ছেলে শান্ত, বরকত আলীর ছেলে নজরুল ইসলামকে দর্শনা মর্ডান ক্লিনিকে প্রাথমিক চিকিৎসাশেষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনায় দ্রুতগামী আলমসাধুর সংঘর্ষে আহত ৪

আপলোড টাইম : ০১:৫৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০১৬

SAM_3165 SAM_3163 SAM_3162দর্শনা অফিস: দর্শনা রেল গেটের কাছে দাড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের সাথে দ্রুতগামী আলমসাধুর সংঘর্ষে ৪জন আহত হয়েছে। গতকাল রাত ৮টার দিকে দর্শনা রেল গেটেরে নিকট একমি ঔষধ কোম্পানীর ঢাকা মেট্রো (অ-১১-২৪০৪) কার্ভাড ভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে ঔষধ নামানোর জন্য পিছনের ডালা খুললে ওই পথ দিয়ে দ্রুতগতিতে আসা একটি আলমসাধু আকস্মিক ভ্যানের ডালায় ধাক্কা মারে। এসময় আলমসাধুর ড্রাইভার ও যাত্রীসহ ৪জন আহত হয়। এরা হলেন আলমসাধুর ড্রাইভার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের জিরাটের হকার ছেলে আব্বাছ আলী (৪০), আলমসাধুর যাত্রী একই গ্রামের চাঁদ আলীর ছেলে  শান্ত (২০), বরকত আলীর ছেলে নজরুল ইসলাম (৩০) ও রমজানের ছেলে তরিকুল ইসলাম (২২)। এদের মধ্যে শান্ত’র অবস্থা আশঙ্কাজনক। তার ডান হাতের ৪টি আঙ্গুল কেটে পড়ে গেছে। আহতদের মধ্যে আলমসাধুর ড্রাইভার হকার ছেলে আব্বাছ আলী এবং আলমসাধুর যাত্রী একই গ্রামের চাঁদ আলীর ছেলে শান্ত, বরকত আলীর ছেলে নজরুল ইসলামকে দর্শনা মর্ডান ক্লিনিকে প্রাথমিক চিকিৎসাশেষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।