দর্শনায় দুই দিনব্যাপী সুবিধা বঞ্চিত রোগীদের ফ্রি চিকিৎসার সমাপ্তি
- আপলোড টাইম : ০৯:৪৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অগাস্ট ২০১৮
- / ৩৩০ বার পড়া হয়েছে
ইন্দো-বাংলা চিকিৎসকের সেবা পেলেন সাড়ে ৬শ’ রোগী
দর্শনা অফিস: দর্শনায় ইন্দো-বাংলার যৌথ চিকৎসক দারা গঠিত দুই দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের সমাপ্তি হয়েছে। গত রোববার ও সোমবার দুই দিনব্যাপী দর্শনা ডাকবাংলা কাম কমিউনিটি সেন্টারে চিকিৎসা ক্যাম্পেইনের মাধ্যমে তাদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গত রোববার বিকালের দিকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর এ চিকিৎসা মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় রোগীদের দু’দিনব্যাপী চিকিৎসা প্রদান করেন ভারত ও বাংলাদেশের ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক। ভারতের কলকাতা রুবি জেনারেল হাসপাতালের উদ্দ্যোগে চিকিৎসকের মধ্যে ছিলেন ডা. কুমারদীপ ব্যানার্জী (এমবিবিএস, এমডি, মেডিসিন বিশেষজ্ঞ), ডা. সৌজাত্য চক্রবর্তী (এমবিবিএস, এমডি, ডিএম (কার্ডিয়োলজিস্ট), ডা. দীপাঞ্জন ভদ্র (এমবিবিএস, এমএস (ওথো) কনসালটেন্ট অর্থপ্যাডিক্স) ও ডা. সুভদীপ চক্রবর্তী (এমবিবিএস, এমএস, এমকিউ (সার্জিকাল অংকোলোজি), এবং বাংলাদেশের পক্ষে ঢাকা ল্যাব এইডের বিশেষজ্ঞ ডা. এএসএম নাজমুল ইসলাম, দর্শনার কৃতি সন্তান জীবননগর উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, দামুড়হুদা চিৎলা স্বাস্থ্য কম্পেলেক্সের ডা. আবু হেনা মো. মোস্তফা জামাল শুভ।
এসময় উপস্থিত ছিলেন ভারতের পক্ষে রুবি হাসপাতালের চিপ এক্সিকিউটেড অফিসার মেজর জেনারেল ডা. ইন্দ্রনীল মুখোপদ্যায়, দুই দিনব্যাপী মেডিকেল চিকিৎসা ক্যাম্পের চিকিৎসকগণ প্রথম দিন দেড়শ’ ও শেষ দিন ৫ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করেন ও তাদের হাতে বিনামূল্যে ব্যবস্থাপত্র তুলে দেন। যারা বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন তারা ভারতের কলকাতার রুবি হাসপাতালে পক্ষ থেকে একটি ডিসকাউন্ট কার্ড দেওয়া হয়। এসকল রোগীদের মধ্য থেকে কেউ ভারতের কলকাতা রুবি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে গেলে চিকিৎসা সেবাসহ খাবার হোটেল ও আবাসিক হোটেলে থাকার সুযোগ সুবিধার বিশেষ সুবিধা পাবে।