দর্শনায় ডিবি পরিচয় দিয়ে লাগেজ তল্লাশি করতে গিয়ে বিপত্তি বহুঅপকর্মের হোতা সাইবুর রহমান গ্যাঁড়াকলে

দর্শনা অফিস: ডিবি পরিচয় দিয়ে লাগেজ তল্লাশী করতে গিয়ে বহু অপকর্মের হোতা সাইবুর রহমান গ্যাঁড়াকলে। গতকাল দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান ওরফে কাওছার ভারত থেকে অটো রিকশা যোগে বাড়ি ফিরছিল। এ সময় দক্ষিন চাঁদপুর গ্রামের রাহাত আলী ওরফে বুড়োর ছেলে সাইবুর রহমান দ্রুত মোটর সাইকেল যোগে দর্শনা ফায়ার সার্ভিসের নিকট চুয়াডাঙ্গা পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান ওরফে কাওছার এর পথরোধ করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের লাগেজ তল্লাশী করতে থাকে। এসময় দামুড়হুদা থেকে দর্শনা অভিমুখে এস আই মনির উদ্দিন ও এএসআই রাশেদ আসছিল। পুলিশ আসা দেখে সাইবুর রহমান (৩৮) ব্যাগ তল্লাশী না করে দ্রুত মোটর সাইকেল ঘুরিয়ে পালিয়ে আসে। এরপর পুলিশদ্বয় প্রকৌশলী হাফিজুর রহমানের নিকট বিস্তারিত শুনে সাইবুরের পিছু নিয়ে বেলা দেড়টার দিকে দর্শনা হল্ট ষ্টেশন এলাকা থেকে গ্রেফতার করে দামুড়হুদা থানায় সোর্পদ করে। স্থানীয় লোকজন জানান, সাইবুর কখনো সাংবাদিক আবার কখনো পুলিশ আবার কখনো ডিবি পরিচয় দিয়ে দর্শনা হল্ট ষ্টেশন এলাকায় ট্রেন যাত্রীদের নানা হয়রানী করে থাকে। এ নিয়ে সাইবুর পুলিশের কাছে কয়েক দফায় গ্রেফতার হয়েছে। এলাকাবাসীর দাবী সাইবুরকে এসব অপরাধে দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়া হোক।