দর্শনা অফিস:
দর্শনা-জীবননগর মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মুকুল হোসেন (৩০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে সাড়ে চারটার দিকে দর্শনা-জীবননগর মহাসড়ক দিয়ে জীবননগর পৌরসভার আশতলাপাড়ার মকসেদ আলীর ছেলে মুকুল হোসেন কাজ শেষে বাড়ি ফিরছিলেন। দর্শনা তেল পাম্পের নিকট পৌঁছালে জীবননগরে থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকটি (ঢাকা মেট্রো-২৪-১৯০০) বেপরোয়া গতিতে দর্শনা অভিমুখে আসছিল। এ সময় মালবাহী ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মুকুলসহ গাড়িটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই পায়ে মারাত্মক জখম হন। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুকুল হোসেনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।