
দর্শনা অফিস:
দর্শনার ঐতিহ্যবাহী কেরুর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ২৩-২৪ মাড়াই মৌসুমের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন আগামী ফেব্রুয়ানি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন উপলক্ষে নির্বাচনের সাধারণ সম্পাদক পদে নতুন প্রার্থী হিসেবে দর্শনা প্রেসক্লাবের সাংবাদিদের সঙ্গে মতবিনিময় করেছেন জয়নাল আবেদীন নফর। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দর্শনা প্রেসক্লাব হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন। সভায় নির্বাচনের সাধারণ সম্পাদক পদ প্রার্থী জয়নাল আবেদীন নফর সাংবাদিকদের বলেন, ‘আমি দীর্ঘ সময় ধরে কেরুর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের বিভিন্ন সময়ে নেতাদের পাশে থেকে নির্বাচন করে এসেছি। আমার অভিজ্ঞতা রয়েছে। কেরুর নিষ্পেষিত ও নির্যাতিত পা ফাটা সাধারণ শ্রমিক ও কর্মচারীরা আমাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচনে দাড় করিয়েছে। আমি সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আমি নির্বাচনে জয়লাভ করলে শ্রমিক ও কর্মচারীদের স্বার্থ আদায়ে পাশে থেকে কাজ করবো। চুক্তি ভিত্তিক যারা আছে তাদেরকে আমি স্থায়ী করার জন্য সর্বপ্রথম হবে আমার প্রথম কাজ।’
এসময় উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক এস এম ওসমান। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি হানিফ মণ্ডল, ইকরামুল হক পিপুল, এফএ আলমগীর, চঞ্চল মেহমুদ, আহসান হাবিব মামুন, মাহমুদ হাসান রনি, মাসুম বিল্লাহ, হাসমত আলী, ওয়াসিম রয়েল, আবিদ হাসান রিফাত, আব্দুর রহমান, ফরহাদ হোসেন, ইয়াছিন জুয়েল প্রমুখ।