নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনায় গাঁজা বিক্রির প্রতিবাদ করায় একই পরিবারের নারীসহ তিনজনকে কাঠ ও বাটাম দিয়ে পিটিয়ে আহতের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত আটটার দিকে চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন কুড়ালগাছি গ্রামের বাগনপাড়ায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপতালে ভর্তি করে। আহতরা হলেন- কুড়ালগাছি গ্রামের বাগনপাড়ার লুৎফর রহমানের ছেলে আজিম হোসেন (৫০), আজিম হোসেনের স্ত্রী সাহানাজ খাতুন (৪০) ও ছেলে সোহান হোসেন (২৮)।
জখম আজিম হোসেন অভিযোগ করে বলেন, ‘আমাদের প্রতিবেশি নাজিম হোসেন বগা ও তার ছেলে সুমন হোসেন তাদের বাড়িতে মুদি দোকান চালায়। সেই সঙ্গে বাড়িতে বসেই তারা গাঁজা বিক্রি করে। আজ আমি তাদেরকে গাঁজা বিক্রি করতে নিষেধ করলে আমাকে মারধরের চেষ্টা করে। এসময় আমার ছেলে ও স্ত্রী সেখানে এলে বগা ও তার ছেলে সুমন দোকানে থাকা কাঠের বাটাম দিয়ে আমাদেরকে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. খালিদ হাসান বলেন, ‘রাত সাড়ে নয়টার দিকে স্থানীয় ব্যক্তিরা রক্তক্ত জখম অবস্থায় তিনজনকে জরুরি বিভাগে নেয়। তিনজনের মাথায়ই গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’