নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ আপন দুই ভাইকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে দর্শনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- দর্শনার ঈশ্বরচন্দ্রপুর স্কুলপাড়ার আনারুল ইসলামের দুই ছেলে ওয়াসিম (৩৬) ও আব্দুর রাজ্জাক (৩০)। আটক আব্দুর রাজ্জাককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হলেও তার ভাই ওয়াসিমকে নিয়মিত মামলাসহ দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, গতকাল বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনার আনারুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এসময় তার ছেলে আব্দুল রাজ্জাকের ঘরে তল্লাশি চালিয়ে ২১ পিস ইয়াবাসহ তাকে আটক করে। পরে ওয়াসিমের ঘরে তল্লাশি চালিয়ে ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় তাকেও আটক করা হয়।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আব্দুর রাজ্জাককে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত আব্দুর রাজ্জাককে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে। এদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ ওয়াসিমকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।