দর্শনায় ইন্দো-বাংলার যৌথ উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধনে অনুষ্ঠানে এমপি টগর
- আপলোড টাইম : ০৯:২৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অগাস্ট ২০১৮
- / ৪৪৩ বার পড়া হয়েছে
দু’দেশের সেতু বন্ধনে এই চিকিৎসা ক্যাম্প উল্লেখযোগ্য ভূমিকা রাখবে
ওয়াসিম রয়েল: “সুস্থ শরীর সুস্থ মন, এগিয়ে নেবে দেশের উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে দর্শনায় ইন্দো-বাংলার বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকার সুবিধা বঞ্চিত ও হতদরিদ্র রোগীদের মধ্যে ফ্রী চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৪ টায় আলী আজগার টগর এমপির প্রচেষ্টায় ভারতের রুবি হাসপাতালের সহযোগীতায় হাসপাতালের ২৫ বছর পূর্তি উপলক্ষে দর্শনা ডাকবাংলো কাম কমিউনিটি সেন্টারে দু’দিন ব্যাপী এ চিকিৎসা প্রদান ক্যাম্পের উদ্বোধন ও প্রথমদিনের চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। চিকিৎসা সেবা প্রদানের আগে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের সাথে আগত চিকিৎসকগণ এক সংক্ষিপ্ত মতবিনিময় করেন। আ.লীগ নেতা গোলাম ফারুক আরিফের উপস্থাপনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর।
উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, ১৯৭৫ সালের এ দিনে মানব ইতিহাসের বর্বরতম হত্যাকান্ডের স্বীকার হয় সর্বকালের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঘাতকেরা ১৫ আগষ্ট অতিপ্রত্যুষে শুধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ১৫ আগষ্ট এ দেশের এ জাতীর জন্য একটি দু:খজনক ও কলঙ্কজনক অধ্যয় রচনা করে। তাই এই মাসকে স্মরণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সুবিধা বঞ্চিত ও হতদরিদ্র জটিল ও কঠিন দুরারোগ্য রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদানের জন্য দু’দেশের আয়োজনে আজকের এই মেডিক্যাল ক্যাম্প। এসময় প্রধান দু’দেশের সেতু বন্ধনে এই মেডিকেল ক্যাম্প উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে বক্তব্যে উল্লেখ করেন। এসময় ইন্দো-বাংলার বিশেষজ্ঞ চিকিৎসকসহ ভারতের রুবি হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।
এদিকে, দুই দিন ব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পে প্রথম দিনে ৪টি বিভাগে মোট ১২০জন রোগী চিকিৎসা সেবা গ্রহন করেন। এর মধ্য হার্ট (হৃদরোগ), অর্থপেডিক্স, মেডিসিন ও ক্যান্সার রোগীদের ফ্রী চিকিৎসা সেবা নেন।
সুবিধা বঞ্চিত ও হতদরিদ্র রোগীদের দু’দিন ব্যাপী চিকিৎসা প্রদান করবেন এবং করেন ভারত ও বাংলাদেশের ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক। ভারতের কলকাতা রুবি জেনারেল হাসপাতালের উদ্যোগে চিকিৎসকের মধ্যে ডা. কুমারদীপ ব্যানার্জী (এমবিবিএস, এমডি, মেডিসিন বিশেষজ্ঞ) ডা. সৌজাত্য চক্রবর্তী (এমবিবিএস, এমডি, ডিএম (কার্ডিওলজিস্ট), ডা. দীপাঞ্জন ভদ্র (এমবিবিএস, এমএস এবং কনসালটেন্ট অর্থপ্যাডিক্স ও ডা. সুভদীপ চক্রবর্তী (এমবিবিএস, এমএস, এমকিউ (সার্জিক্যাল অনকোলজি) এবং বাংলাদেশের পক্ষে ঢাকা ল্যাব এইডের বিশেষজ্ঞ ডা. এএসএম নাজমুল ইসলাম, দর্শনার কৃতি সন্তান জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, দামুড়হুদা চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আবু হেনা মো. মোস্তফা জামাল শুভ।
এসময় উপস্থিত ছিলেন ভারতের পক্ষে রুবি হাসপাতালের চিফ এক্সিকিউটেড অফিসার মেজর জেনারেল ডা. ইন্দ্রনীল মুখোপাধ্যায়, বাংলাদেশের দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্ম সম্পাদক ও পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর ইউনুচ আলী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, সাধারণ সম্পাদক হযরত আলী, দর্শনা পৌর যুবলীগের সভাপতি আশরাফুল আলম বাবু, সাধারণ সম্পাদক আসলাম আলী তোতা, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, দর্শনা কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু। ছাত্রলীগ নেতা আলামিন, প্রভাত, অপু সরকার, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, সহ-সভাপতি এসএএম কিবরিয়া আজম, সহ-সাধারণ সম্পাদক এসএএম ওসমান, সাংগঠনিক সম্পাদক রাজিব মল্লিক, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ রয়েল, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মনজুর আহম্মেদ, দপ্তর সম্পাদক সাব্বির আলীম, কার্য নির্বাহী সদস্য এফএ আলমগীর, কামরুজ্জামান যুদ্ধ, আরাসির আরাফাত মিলন, সাইদুর, আব্দুর রহমান, আব্দুর রহমান অনিক, আব্দুল হান্নান প্রমুখ।