দর্শনায় আ.লীগ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
- আপলোড টাইম : ০৮:৪৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
- / ১৮ বার পড়া হয়েছে
দর্শনা বাসস্ট্যান্ডের বহুল আলোচিত আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিমসহ ৪ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দায়ের হয়েছে। গতকাল বৃহস্পতিবার একই এলাকার মৃত আবু তাহেরের ছেলে শহিদুল ইসলাম দর্শনা থানায় এ অভিযোগ দায়ের করেন। শহিদুল ইসলাম লিখিত অভিযোগে জানান, ‘বৃহস্পতিবার দুপুরে দর্শনা পৌরসভার দক্ষিণ চাঁদপুর গ্রামের হেড়ে জোলপাড়া মাঠে নিজের জমিতে আমগাছ কাটছিলাম। এসময় অভিযুক্ত ব্যক্তি বহুল আওয়ামী লীগ নেতা আ. হাকিমের নেতৃত্বে তার সহকারী আ. রাজ্জাক (৪০), রব মিয়া (৪৫) ও জাহাঙ্গীর আলম (৪২) দিনের বেলায় দেশীয় অস্ত্র হাসুয়া ও রড নিয়ে মাঠে এসে আমাকে ঘিরে ফেলে। তাদের কাছে বিষয়টি জানতে চাইলে তারা আমাকে বলে, এক লাখ টাকা দিতে হবে, তা না হলে বাগানের গাছ নেয়া যাবে না, এখানেই মেরে ফেলার হুমকি-ধমকি দেয়। টাকা আনার নাম করে প্রাণ বাঁচাতে আমি পালিয়ে আসি। পরে সন্ধ্যায় দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।’
এ বিষয়ে দর্শনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আহম্মেদ জানান, শহিদুল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আজ শুক্রবার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।