
দর্শনা অফিস: দর্শনায় আন্তঃ মাধ্যমিক স্কুল পর্যায় ফুটবল টুর্নমেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ টায় দর্শনা মেমনগর হাই স্কুল মাঠে দর্শনা দক্ষিন চাঁদপুর বনাম মদনা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত ফুটবল খেলায় ২-১ গোলে দক্ষিন চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে দামুড়হুদা উপজেলা পর্যায় খেলার যোগ্যতা অর্জন করেছে মদনা মাধ্যমিক বিদ্যালয়। খেলার শুরুতে দক্ষিন চাঁদপুর-মদনা মাধ্যমিক বিদ্যালয়কে ১ গোল করে এগিয়ে যায়। পরে ডি বক্সের মধ্যে ফাউল করলে প্লান্টি সটে মাধ্যমে সমতা ফিরে আসে। পরবর্তীতে মদনা স্কুল দক্ষিন চাঁদপুর স্কুলকে আর একটি গোল করলে তা আর শেষ পর্যন্ত পরিশোধ না করতে না পারায় রেফারী নিপুন তার শেষ বাঁশি বাজিয়ে খেলার সমাপ্ত করেন। সহযোগি রেফারী হিসাবে ছিলেন জাকির হোসেন ও সম্্রাট। শিক্ষকদের মধ্যে মদনা স্কুলের প্রধান শিক্ষক শামসুল ইসলাম, দক্ষিন চাঁদপুর স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও মেমনগর স্কুলের প্রধান শিক্ষক ভেনুচীপ নাসীর উদ্দিন। এছাড়া রামাযুসে সভাপতি ফয়সাল আহম্মেদ। শান্তিপূর্ণ পরিবেশে খেলা শেষ হলেও দক্ষিন চাঁদপুর স্কুলের কয়েকজন ছেলে হেরে যাওয়ার কষ্টে মনিরুল ইসলাম (১৫) নামে এক ছেলেকে মারপিট করে আহত করে।