দর্শনা অফিস: কেরুজ চিনিকল মিলস্ গেট আখচাষী কল্যাণ সংস্থার দ্বিবার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় দর্শনা মা ও শিশু জেনারেল হাসপাতাল ও আখচাষী কল্যাণ সংস্থার অফিস প্রাঙ্গনে দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কেরুজ চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া
বিশেষ অতিথি ছিলেন দর্শনা মা ও শিশু জেনারেল হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম, ও আখচাষী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল বারী। কেরুজ চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক ওহিদুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আখচাষী কল্যাণ সংস্থার উপদেষ্টা হুমায়ুন কবীর, খালেকুজ্জামান, আমির হোসেন, জয়নাল আবেদীন নফর, নজরুল ইসলাম প্রমুখ।
সভার শুরুতেই মা ও শিশু জেনারেল হাসপাতাল পরিচালনা পরিষদের পরিচলক ও আখচাষী কল্যাণ সংস্থার সহসভাপতি ওমর আলী বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন। সভা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আখচাষী কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আব্দুল বারী, সহসভাপতি ওমর আলী, সহসম্পাদক জয়নাল আবেদীন নফর, দপ্তর সম্পাদক ও কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান, সাহিত্য সম্পাদক জহুরুল হক, ক্রীড়া সম্পাদক ফরিদ আহাম্মদ, শহিদ লতিফ, ইউনুছ আলী, শাহানাজ পারভীন বেবী ও ফাহিমন খাতুনকে নির্বাহী সদস্য করে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
