ইপেপার । আজ সোমবার, ০৪ নভেম্বর ২০২৪

দর্শনায় অনির্বাণ থিয়েটার’র ৮দিন ব্যাপী একুশে নাট্যমেলার দ্বিতীয় দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক যিষ্ণুযারা মঞ্চস্থ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৭
  • / ৩৬৭ বার পড়া হয়েছে

  দর্শনাAniban-22,02,2017 অফিস: দর্শনা অনির্বাণ থিয়েটার এর উদ্যোগে ৮দিন ব্যাপী একুশে নাট্যমেলার দ্বিতীয় দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক যিষ্ণুযারা পরিবেশিত হয়। বিকাল ৪টায় দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আবৃত্তি করে কবিতা ও অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ৭টায় অনির্বাণ থিয়েটার ও সুর সাধনা সাংস্কৃতিক কর্মীরা পরিবেশন করেন একুশ ও দেশের গান এবং অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনির্বাণ থিয়েটারের উপদেষ্টা মহসীন আলীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন চুয়াডাঙ্গা সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মুন্সি আবু সাইফ। তিনি তাঁর আলোচনায় বলেন, বাংলা ভাষা আমাদের অহংকার। বাংলা ভাষা বহু সংগ্রামের পথ পাড়ি দিয়ে NATOKবর্তমান অবস্থায় এসেছে। সেন আমল থেকে শুরু করে সুলতানী আমল, মোঘল, নবাবী -ইংরেজ আমলে বাংলা ভাষা পণ্য ছিল, রাষ্ট্রীয় আনুকুল্য অর্জন করেনি। ২১এর মধ্যদিয়ে বাংলা ভাষা আমাদের শ্রেষ্ঠ অর্জন। বঙ্গবন্ধু জাতি হিসাবে আমাদের Anirban-2আত্ম-নিয়ন্ত্রনের অধিকার সুনিশ্চিত করেন। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন চুয়াডাঙ্গা অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আলাউদ্দিন। আলোচনা শেষে অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর লেখা ও নির্দেশনায় যিষ্ণুযারা নাটকটি পরিবেশিত হয়। যিষ্ণুযারা নাটকে অভিনয় করেন হাসমত কবির, মাহাবুবুর রহমান মুকুল, শামীম আজাদ, মিরাজ উদ্দিন, সাজ্জাদ হোসেন, জেসমিন আক্তার পপি, রচনা, হাবিবুর রহমান ঈদু, আজাদুল ইসলাম মিলন, ফরহাদ হোসেন টিটন, সাব্বির আলিম, রাজু, লিটন, অপি ও জগন্নাথ। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় কৌশিক, অনন্যা, নাইচ, সুপ্তি, মিতি, নেহা, শাহারিয়ার হোসেন আলিফ, আশরিকা জাহান জ্যোতি, প্রভাত, ইশি, নেহা। বাদ্যযন্ত্রে ছিলেন, ইসরাইল হোসেন খান টিটো, মিল্টন কুমার সাহা ও বাঁশিতে আব্দুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন উথলী মহাবিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রভাষক ও অনির্বাণ থিয়েটারের সদস্য সায়েমুল হক টিপু।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনায় অনির্বাণ থিয়েটার’র ৮দিন ব্যাপী একুশে নাট্যমেলার দ্বিতীয় দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক যিষ্ণুযারা মঞ্চস্থ

আপলোড টাইম : ১১:০৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৭

  দর্শনাAniban-22,02,2017 অফিস: দর্শনা অনির্বাণ থিয়েটার এর উদ্যোগে ৮দিন ব্যাপী একুশে নাট্যমেলার দ্বিতীয় দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক যিষ্ণুযারা পরিবেশিত হয়। বিকাল ৪টায় দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আবৃত্তি করে কবিতা ও অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ৭টায় অনির্বাণ থিয়েটার ও সুর সাধনা সাংস্কৃতিক কর্মীরা পরিবেশন করেন একুশ ও দেশের গান এবং অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনির্বাণ থিয়েটারের উপদেষ্টা মহসীন আলীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন চুয়াডাঙ্গা সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মুন্সি আবু সাইফ। তিনি তাঁর আলোচনায় বলেন, বাংলা ভাষা আমাদের অহংকার। বাংলা ভাষা বহু সংগ্রামের পথ পাড়ি দিয়ে NATOKবর্তমান অবস্থায় এসেছে। সেন আমল থেকে শুরু করে সুলতানী আমল, মোঘল, নবাবী -ইংরেজ আমলে বাংলা ভাষা পণ্য ছিল, রাষ্ট্রীয় আনুকুল্য অর্জন করেনি। ২১এর মধ্যদিয়ে বাংলা ভাষা আমাদের শ্রেষ্ঠ অর্জন। বঙ্গবন্ধু জাতি হিসাবে আমাদের Anirban-2আত্ম-নিয়ন্ত্রনের অধিকার সুনিশ্চিত করেন। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন চুয়াডাঙ্গা অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আলাউদ্দিন। আলোচনা শেষে অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর লেখা ও নির্দেশনায় যিষ্ণুযারা নাটকটি পরিবেশিত হয়। যিষ্ণুযারা নাটকে অভিনয় করেন হাসমত কবির, মাহাবুবুর রহমান মুকুল, শামীম আজাদ, মিরাজ উদ্দিন, সাজ্জাদ হোসেন, জেসমিন আক্তার পপি, রচনা, হাবিবুর রহমান ঈদু, আজাদুল ইসলাম মিলন, ফরহাদ হোসেন টিটন, সাব্বির আলিম, রাজু, লিটন, অপি ও জগন্নাথ। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় কৌশিক, অনন্যা, নাইচ, সুপ্তি, মিতি, নেহা, শাহারিয়ার হোসেন আলিফ, আশরিকা জাহান জ্যোতি, প্রভাত, ইশি, নেহা। বাদ্যযন্ত্রে ছিলেন, ইসরাইল হোসেন খান টিটো, মিল্টন কুমার সাহা ও বাঁশিতে আব্দুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন উথলী মহাবিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রভাষক ও অনির্বাণ থিয়েটারের সদস্য সায়েমুল হক টিপু।