দর্শনা অফিস: দর্শনা সরকারী কলেজের অধ্যাপক আব্দুল হামিদের পেনশসের ১০হাজার ৩৫০টাকা অভিনব কৌশলে ছিনিয়ে নিলো ছিনতাইকারীরা। গতকাল বেলা ১২টার দিকে দামুড়হুদা সোনালী ব্যাংক থেকে অধ্যাপক আব্দুল হামিদ (৭৫) তার পেনশনের টাকা তুলে হাঁটতে হাঁটতে আসছিল। এসময় ৪জন যুবক তার গায়ে মুরগীর বিষ্ঠা-ছিটিয়ে দেয়। এরপর তারা আব্দুল হামিদের পিছু নেয় এবং দামুড়হুদা উপজেলা (চৌরাস্তার পাশে) মসজিদ বরাবর এলে ঐ ছিনতাইকারীরা বলে চাচা আপনার গায়ে কি যেন লেগে আছে। তখন তিনি বলেন হ্যাঁ বাবা আমিও গন্ধ পাচ্ছি। এ সুযোগ নিয়ে ছিনতাইকারীরা বলে চাচা আসুন মসজিদে গিয়ে পানি দিয়ে পরিস্কার করে দেওয়ার নাম করে মসজিদে নিয়ে যায়। এরপর ছিনতাইকারীদের কেউ কেউ পানি দিয়ে পরিস্কার করতে থাকে আর অন্যজনেরা তার পকেট থেকে পেনশনের ১০হাজার ৩৫০টাকা কৌশলে নিয়ে নেয়। বৃদ্ধ বয়সে তার জীবনের শেষ সম্বলের একাংশ এভাবে পকেট কেটে নিয়ে নেওয়ায় তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। তবে তিনি দাবী করেছে এভাবে ব্যাংক থেকে টাকা না দিয়ে টাকাটা যদি সরাসরি তার একাউন্টে চলে যেত তাহলে হয়ত শেষ বয়সে তার জীবনের শেষ সম্বলের একাংশ হারাতে হত না। তিনি সরকারী সকল অবসর প্রাপ্ত চাকুরীজিবীকে পেনশনের টাকা সরাসরি নগতে না দিয়ে নিজ নিজ ব্যাংক একউন্টের মাধ্যমে দিয়ে নিরাপদে টাকা পাওয়ার দাবী করেন।