দর্শনা অফিস:
দর্শনার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের হৈবতপুর গ্রামের মাঠ থেকে চার কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১১টার তাঁকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তি ছোট বলদিয়ার আফসার আলীর ঘরজামাই এবং মৃত খোদা বক্সের ছেলে গিয়াস উদ্দিন (৩২)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে হৈবতপুর মাঠে গিয়াস উদ্দিন অভিনব কৌশলে ঘাসের বস্তার মধ্যে চার বান্ডেল গাঁজাসহ অবস্থান করছেন। এ সময় পুলিশ ক্রেতা সেজে সাদা পেশাকে চার কেজি গাঁজাসহ গিয়াস উদ্দিকে আটক করতে সক্ষম হয়।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।