দর্শনা অফিস:
দর্শনা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এবং বর্তমান সমন্বয় কমিটির সদস্য ইকবাল হোসেন ভারতে ওপেন হার্ট সার্জারি শেষে দেশে ফিরেছে। গত ২৯ এপ্রিল ভারতের ব্যাঙ্গালুর নারানা কার্ডিকা সাইন্স হাসপাতালে তাঁর অপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। ভারতের হার্ট বিশেষজ্ঞ দেবী শেটি সফলভাবে তার হার্টের অস্ত্রপচার করেন। দীর্ঘ ২১ দিন ভারতে চিকিৎসাধীন থাকার পর গতকাল দর্শনার পরানপুরে তার নিজ বাড়িতে ফেরেন তিনি। থাকতে হবে ৩ মাসের বিশ্রামে।
ইকবাল হোসেন পরানপুর গ্রামের মৃত নুরুল ইসলাম জোয়ার্দ্দার (কেরুজ ডিষ্ট্রিলারী সাবেক মেম্বর) এর ছেলে। তিনি যারা তার ওপেন হার্ট সার্জারি সময় পাশে থেকে এবং সার্বিক সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সঙ্গে সাবেক এ ছাত্রদল নেতা তার দ্রুত সুস্থ্যতার জন্য দলের সকল নেতাকর্মীসহ ও সাধারণ মানুষের নিকট দোয়া কামনা করেছেন।