চুয়াডাঙ্গা মঙ্গলবার , ২৬ জুলাই ২০২২
আজকের সর্বশেষ সবখবর

দর্শনার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

নিউজ রুমঃ
জুলাই ২৬, ২০২২ ৮:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

দর্শনা অফিস: দর্শনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা পুরাতন বাজার, দর্শনা রেল বাজার দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন অপরাধে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

জানা যায়, গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নের্তৃত্বে দর্শনা পুরাতন বাজার, রেল বাজার দর্শনা বাসস্ট্যান্ড অভিযান পরিচালানা করা হয়। অভিযানে দর্শনা পুরাতন বাজারের মেসার্স বিদ্যুৎ স্টোর মুদিখানার দোকানে প্যাকেটের গায়ে মূল্যতালিকা না থাকা মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখার অপরাধে হাজার টাকা, মেসার্স আক্কাস স্টোর মুদিখানার দোকানে প্যাকেটের গায়ে মূল্যতালিকা না থাকা মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখার কারণে হাজার টাকা, মেসার্স সজল স্টোর মুদিখানার দোকানে প্যাকেটের গায়ে মূল্যতালিকা না থাকা মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখার দায়ে হাজার টাকা, দর্শনা রেল বাজারের মেসার্স বিউ রয়েল ইলেকট্রনিক্সের দোকানে বেশি দামে চার্জার ফ্যান বিক্রি করার অপরাধে হাজার টাকা দর্শনা বাসস্ট্যান্ড মেসার্স মিলন টিস্টলে প্যাকেটের গায়ে মূল্যতালিকা না থাকা অস্বাস্থ্যকর পরিবেশে দোকান পরিচালনার অপরাধে হাজার টাকা জরিমানা করা হয়। ৫টি দোকান হতে জরিমানার মোট ১১ হাজার টাকা আদায় করা হয়।  অভিযান পরিচালনাকালে সহযোগিতায় ছিল দর্শনা থানা পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।