
দর্শনা অফিস:
দর্শনা পরানপুর গ্রামে আয়ুব আলীর ছেলে মিটনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনায় মিটনের বাড়ির রান্নাঘরটি ভষ্মিভূত হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকার মালামল পুড়ে গেছে বলে জানান মিটনের পিতা আয়ুব আলী। তিনি আরও বলেন, স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।