সমীকরণ প্রতিবেদন:
দর্শনা থানার জয়নগর থেকে ৩২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়।
জানা যায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত দর্শনা আইসিপি বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. রোকনুজ্জামান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত জয়নগর গ্রামের মাঠ থেকে ৩২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১২ হাজার ৮ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে বলে জানায় বিজিবি।