দর্শনার জয়নগর গ্রামে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড

দর্শনা অফিস:
দর্শনা সীমান্তের জয়নগর গ্রামে মশার কোয়েলের আগুনে দুটি ঘরসহ একটি গোয়ালঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে। অগ্নিকাণ্ডের এ ঘটনায় কেউ হতাহত না হলেও গোয়ালে থাকা একটি ছাগলের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে দর্শনার সীমান্তবর্তী জয়নগর গ্রামের চেকপোস্টপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দর্শনা আইসিপির-৬ বিজিবি সদস্যরা ও স্থানীয় জনসাধারণের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে নেয়। এতে প্রায় দুই লাখ টাকার মালামালের ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী তিনটি পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে চেকপোস্ট পাড়ার রশিদ তার বাড়ির গোয়ালে মশার কয়েল জ্বালিয়ে রাখেন। ভোর সাড়ে পাঁচটার দিকে মশার কয়েলের আগুন থেকে গোয়ালে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে রশিদ ও আশরাফুলের দুটি রান্নাঘর পুড়ে ভষ্মিভুত হয়। এসময় গোয়ালে থাকা রশিদের ১টি ছাগল ও প্রতিবেশী মৃত আয়ুব মোল্লার ছেলে আব্দুল হামিদের ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ভষ্মিভূত হয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ এর পরিচালক শাহ মো. ইশতিয়াক জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে দর্শনার সীমান্তবর্তী জয়নগর গ্রামে এক ব্যক্তির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে জানতে পেরে দর্শনা আইসিপির-৬ বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থালে পৌঁছায়। এসময় স্থানীয়দের সহায়তায় তারা আগুন নিয়ন্ত্রণে নেয়। বেসামরিক ব্যক্তির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুণ নিয়ন্ত্রণে বিজিবি সদস্যগণ কর্তৃক মানবিক সহায়তা প্রদান করেছে। এ মানবিক সহয়তা প্রদান করায় ৬ বিজিবিকে সাধুবাদ জানিয়েছে জনসাধারণ।