
দর্শনা অফিস:
আগামী ১৫ রমজানের মধ্যে ট্রেন সংক্রান্ত দাবিতে বড় ধরনের কর্মসূচি ঘোষণা করেছে ‘দর্শনার জন্য আমরা’ সংগঠন। দর্শনা হল্ট স্টেশনে সুন্দরবন আপ ও চিত্র ডাউন ট্রেনের যাত্রাবিরতি এবং দর্শনা স্টেশনে মৈত্রী ট্রেনে যাত্রীদের আসন বরাদ্দ ও ওঠা-নামার ব্যবস্থা থাকা এবং দর্শনা স্টেশন থেকে দুটি যাত্রবাহী ট্রেন পুনরায় চালুকরণসহ ৬ দফা দাবি আদায়ে পরিস্থিতি পর্যালোচনা ও ইফতার আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় দর্শনা কেরুজ অফিসার্স ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘দর্শনার জন্য আমরা’ সংগঠনের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন আখচাষী কল্যাণ সমবায় সমিতির সভাপতি আব্দুল হান্নান, সাবেক পৌর আওয়ামী লীগের সহসভাপতি আমির হোসেন ও রবিউল ইসলাম বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, জাসদ (ইনু)-এর দর্শনা পৌর শাখার আহ্বায়ক জাকির হোসেন, জামাল উদ্দিন, দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামী ১৫ রমজানের মধ্যে ট্রেন সংক্রান্ত দাবিতে বড় ধরণের কর্মসূচি ঘোষণা করা হবে।